চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলায় স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা মিনি কনফারেন্স রুমে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ সভা হয়। এ সভায় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও নাচোল স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি জিয়াউর রহমান সভাপতিত্ব করেন। সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামাল উদ্দিন। এছাড়াও সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, ভাইস-চেয়ারম্যান কামাল উদ্দিন। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইয়াসমিন লিপি, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ্বাস,আবাসিক মেডিকেল অফিসার আসাদুর রহমান বিপ্লব, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খাঁন, সমাজসেবা অফিসার সোহেল রানা, বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন কবিরসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, অ্যাম্বুলেন্স এর সংখ্যা বাড়ানো, ডিজিটাল এক্সরে মেশিন, আইপিএস, সিকিউরিটি গার্ড নিশ্চিয়তা, সিসি ক্যামেরা লাগানোসহ ঘন্টাব্যাপী স্বাস্থ্যসেবার বিভিন্ন সমস্যা গুলো তুলে ধরেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামাল উদ্দিন। বিভিন্ন সমস্যার বিষয়ে সংসদ সদস্য জিয়াউর রহমান বলেন, আমি সমস্যাগুলো স্বাস্থ্যমন্ত্রীর নিকট আলোচনা করে সমাধান করার ব্যবস্থা নেব। তিনি সকলের আন্তরিক সহযোগিতাও কামনা করেন।