বগুড়ার আদমদীঘির উপজেলায় ট্রাক চাপায় পিষ্ট হয়ে তুহিন (১৯) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের হবির মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত তুহিন নওগাঁর রাণীনগর উপজেলার পারইল ফকিরপাড়া গ্রামের মৃত শিমুলের ছেলে। স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, উপজেলার সান্তাহার পৌর শহরের একটি জায়গায় রাজমিস্ত্রীর সহকারী (জোগাড়ি) হিসেবে কাজ করছিলেন তুহিন। রবিবার রাত সাড়ে ১০ টার দিকে মোটরসাইকেল নিয়ে বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় সুমন নামের এক পরিচিত ব্যক্তির বাড়িতে রাতের খাবার খেতে যান। এসময় হবিড় মোড় নামক স্থানে বগুড়া-নওগাঁ মহাসড়ক দিয়ে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী আম বোঝায় একটি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক চালক ও হেলপার পালিয়ে গেছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহন করা হয়েছে।