নাটোরে বাল্য বিয়ে প্রতিরোধে জেলার ৭৯ জন কাজীকে দিনব্যাপী প্রশিক্ষন দেয়া হয়েছে। প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে বিগত সময়ে মারা যাওয়া তিনজন কাজীর স্ত্রী সন্তানদের হাতে অনুদান হিসেবে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোর জেলা কাজী কল্যান সমিতির সভাপতি অধ্যক্ষ মুফতি কাজী রিয়াজুল হক মমিন। সমিতির সাধারণ সম্পাদক কাজী মো: বাবর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর জেলা রেজিস্ট্রার মোহাঃ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন গুরুদাসপুর উপজেলা সাব রেজিস্ট্রার নাঈমা সিদ্দিকা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগীয় নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি কাজী আব্দুল বারী, সাধারন সম্পাদক মো: মোনাইম খান, সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান, নওগাঁ জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি মো: আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও নাটোর সমিতির উপদেষ্টা আমিনুল হক টিপুসহ জেলার কাজীরা। অনুষ্ঠানে জেলার ৭৯ জন কাজী ভবিষ্যতে কখনো বাল্য বিয়ে না পড়ানোর অঙ্গীকার করেন।