জাতীয় মহিলা সংস্থার মাধ্যমে নেয়া বিভিন্ন প্রশিক্ষনার্থী উদ্যোক্তারা শহরের কয়েকটি স্থানে কয়েকটি স্টল উদ্বোধন করা হয়েছে। তৃনমুল পর্যায়ের অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের অর্থায়নে উদ্যোক্তাদের বিউটি পার্লার বিক্রয় ও প্রদর্শন কেন্দ্র ফুট কর্নার ও ক্যাফে এন্ড কাটারিং সার্ভিস এর উদ্বোধন করেন জাতীয় মহিলা সংস্থার চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. ইয়াসমীন সুলতানা রুমা।
জেলা শহরের গাবতলা মোড় ও ফুড অফিস মোড়ে স্টল উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকতা শফিকুর ইসলাম খানসুর, প্রশিক্ষন কর্মকতা আসাদুজ্জামান আসাদসহ বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থীরা।
জাতীয় মহিলা সংস্থার চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. ইয়াসমীন সুলতানা রুমা বলেন, জাতীয় মহিলা সংস্থা পরিচালিত তৃনমুল পর্যায়ের অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের অর্থায়নে উদ্যোক্তাদের বিউটি পার্লার বিক্রয় ও প্রদর্শন কেন্দ্র ফুট কর্নার ও ক্যাফে এন্ড কাটারিং সার্ভিস এই এই তিনটি বিষয়ে মোট ২০ জন নারী উদ্যোক্তা তাদের নতুন জীবন শুরু করলো।
তাদের লজস্টিক সাপোর্ট প্রকল্পের অর্থে ও এই বিশ জনকে নারী উদ্যোক্তাদের ১৫ হাজার টাকা দেয়া হয়েছে আত্মনির্ভরশীল হওয়ার জন্য। আশা করছি উদ্যোক্তাদের বিউটি পার্লার বিক্রয় ও প্রদর্শন কেন্দ্র ফুট কর্নার ও ক্যাফে এন্ড কাটারিং সার্ভিস হবে এবং আগামীতে জাতীয় মহিলা সংস্থা থেকে প্রশিক্ষন নেয়া প্রশিক্ষনার্থীরা সফলভাবে এগিয়ে যাবে। এসময় জাতীয় মহিলা সংস্থার বিভিন্ন ট্রেডের প্রশিক্ষনার্থীরা ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।