দেশের মানুষের জানমাল রক্ষা ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের জারি করা কারফিউ ১৫তম দিনের মতো চাঁপাইনবাবগঞ্জেও অব্যাহত রয়েছে। শনিবার সকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয় জেলায়। শনিবার রাত ১০টা থেকে রবিবার সকাল ৫টা পর্যন্ত কারফিউ বলবৎ রাখা হয়েছে। জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন এর আদেশক্রমে বিষয়টি নিশ্চিত করা হয়। এদিকে, পরিস্থিতি অনেকটায় স্বাভাবিক হতে শুরু করেছে। যাতায়াত করছে দূরপাল্লার বাসও। চাঁপাইনবাবগঞ্জে কারফিউ জারির ১৫ তম দিনেও শনিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল লক্ষ্য করা গেছে। চাঁপাই-সোনামসজিদ মহাসড়কে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে সেনা-বিজিবি, পুলিশ-র্যাব সদস্যদের গাড়ি বহর টহল দিতে দেখা যায়। দীর্ঘ সময় কারফিউ শিথিল হওয়ায় জেলা শহরের শহীদ সাটু হল মার্কেট, শিল্পকলা মার্কেট, নিউমার্কেট, ক্লাস সুপার মার্কেট, ডিসি মার্কেট, পুরাতন বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মার্কেটগুলো খোলা ছিলো। বন্ধ রয়েছে ট্রেন চলাচল। বেশী সংখ্যক লোকজন কাজে বাইরে বের হয়েছেন। খোলা ছিলো ঔষধের দোকান, খাবারের দোকান, হাসপাতাল, ক্লিনিকসহ জরুরী সেবা প্রতিষ্ঠানগুলো। তবে, এখন পর্যন্ত জেলায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।