দেশের মানুষের জানমাল রক্ষা ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের জারি করা কারফিউ ১৬তম দিনের মতো চাঁপাইনবাবগঞ্জেও অব্যাহত রয়েছে। রবিবার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয় জেলায়। রবিবার রাত ১০টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ রাখা হয়েছে। জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন এর আদেশক্রমে রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করা হয় জেলা তথ্য অফিসের মাইকিং এর মাধ্যমে। এদিকে, জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন সরকারী অফিসগুলোতে এবং শহরের গুরুত্বপূর্ণ মোড় গুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। চাঁপাইনবাবগঞ্জে কারফিউ জারির ১৬ তম দিনেও রবিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল লক্ষ্য করা গেছে। দীর্ঘ সময় কারফিউ শিথিল করা হলেও বর্তমান পরিস্থিতিতে জেলা শহরের শহীদ সাটু হল মার্কেট, শিল্পকলা মার্কেট, নিউমার্কেট, ক্লাস সুপার মার্কেট, ডিসি মার্কেট, পুরাতন বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মার্কেটগুলো বন্ধ ছিলো। বন্ধ রয়েছে জেলা থেকে দূরপাল্লার বাস চলাচল ও ট্রেন চলাচল। তবে, এমন পরিস্থিতিতে বেশী সংখ্যক সাধারণ লোকজনকে বাইরে বের হতে দেখা যায় নি। খোলা ছিলো ঔষধের দোকান, খাবারের দোকান, হাসপাতাল, ক্লিনিকসহ জরুরী সেবা প্রতিষ্ঠানগুলো। তবে, এখন পর্যন্ত জেলায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।