চাঁপাইনবাবগঞ্জে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাতটি মামলায় একদিনে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপি, জামায়াত ও গণ অধিকার পরিষদের ৭৭ জন নেতাকর্মী। বুধবার (৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি জেলার আবিদ আহমেদ। এর আগে মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান তারা। এ সময় দলের নেতাকর্মীরা জেলগেটে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। জানা যায়, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে জেলার বিভিন্ন স্থানে নাশকতার ঘটনায় গত ১৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে সাতটি মামলায় ১০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের ডেপুটি জেলার আবিদ আহমেদ বলেন, নাশকতার মামলায় এখন পর্যন্ত ৭৭ জনকে মুক্তি দেওয়া হয়েছে। আজকে আরও ৩০ জনকে মুক্তি দেওয়া হবে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান বলেন, ছাত্র আন্দোলনকে ঘিরে আমাদের বিরুদ্ধে কয়েকটি গায়েবি মামলা দিয়েছিল পুলিশ। স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর গতকাল ৬ আগস্ট বিকেলে তারা কারামুক্ত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আবু বকর বলেন, আমাদের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে কারাগারে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল। স্বৈরাচার সরকার লেজ গুটিয়ে পালিয়ে যাওয়ায় সবাইকে মুক্ত করা হয়েছে।