দেশের এই ক্লান্তিকালে সকলকে সন্ত্রাসী কার্যক্রম থেকে দূরে থাকার আহবান জানিয়েছেন নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা: ছালেক চৌধুরী। শেখ হাসিনা দেশ ত্যাগের পর গত ৫ আগস্ট থেকে সংখ্যালঘুর উপর হামলা ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালিয়ে আসছে এক মহল। নিয়ামতপুর উপজেলার বিএনপির নেতাকর্মীদের সর্তক থাকার পরামর্শ দেন বীর মুক্তিযোদ্ধা ডা: ছালেক চৌধুরী। বীর মুক্তিযোদ্ধা ডা: ছালেক চৌধুরী বলেন, আমাদের কেন্দ্রীয় দলের দিক নিদের্শন মেনে সবাইকে চলতে হবে। কোন সংখ্যালঘু পরিবারের উপর হামলা, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, পুকুর থেকে মাছ লুট, বাড়িঘর ও দোকানপাট ভাংচুর করা থেকে সবাইকে বিরত থাকতে হবে। একটি মহল হামলা ও ভাংচুর করে বিএনপি দলের উপর দোষ চাপিয়ে দিচ্ছে। প্রতিহিংসা নয় ভালোবাসা দিয়ে নতুন সমাজ গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে শিক্ষার্থী ও সাধারণ জনতার রক্তের বিনিময়ে আমরা আবার নতুন স্বাধীনতা পেয়েছি। নিয়ামতপুর উপজেলায় সন্ত্রাস ও নাশকতার প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। নিয়ামতপুর উপজেলায় কোথাও কোন অপরাধ সংঘটিত হলে আমাদের জানানোর জন্য অনুরোধ করছি। উপজেলায় সন্ত্রাস ও নাশকতার প্রতিরো কমিটিতে রয়েছেন, বীর মুক্তিযোদ্ধা ডা: ছালেক চৌধুরী, মোস্তাফিজুর রহমান, ইসাহাক আলী সরকার, ছাদরুল আমীন চৌধুরী, জাহাঙ্গীর কবির বাচ্চু, মামুনুর রশীদ, মাইনুর ইসলাম মিনু, দেলোয়ার হোসেন, নূর আলম, আকতারুল ইসলাম প্রমুখ। এসময় বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।