কেউ রাস্তা-ফুটপাতের ময়লা পরিষ্কার করছেন। কেউ সড়কের মাঝখানে দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছেন। তবে এরা কেউ পরিচ্ছন্নকর্মী বা ট্রাফিক পুলিশ নন। এরপরও বাজারের সৌন্দর্য বাড়াতে এবং সড়কের শৃঙ্খলা নিশ্চিতে কাজ করছেন নওগাঁর নিয়ামতপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা। তাদের এ কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন সাধারণ লোকজন। শেখ হাসিনার পদত্যাগ করে দেশত্যাগের খবরে নওগাঁর নিয়ামতপুরে বিজয় মিছিল নিয়ে রাস্তায় নামে হাজারো শিক্ষার্থী ও জনতা। রাস্তা ও ফুটপাতের ময়লা আবর্জনা পরিষ্কার করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শনিবার দুপুরে উপজেলা সদরের বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা সেই ময়লা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। এ সময় শিক্ষার্থীরা হাতে বস্তা, ঝাড়ু ও বেলচা নিয়ে কাজে নেমে পড়েন। ঝাড়ু হাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রুয়েট শিক্ষার্থী বাকী বিল্লাহ রিপন ও বশেমুরবিপ্রবি কলেজের শিক্ষার্থী ফজলে রাব্বির নেতৃত্বে তাহমিদ অমিত, শমিত প্রামাণিক, রায়হান কবির, তুষার শামস, মোরশেদুল ইসলাম, সানজিদ, মিফতাহুন জান্নাত, সাগর শীল সহ নিয়ামতপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিয়ামতপুর সদরের বিভিন্ন রাস্তাঘাট পরিষ্কার করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থী বাকী বিল্লাহ রিপন ও ফজলে রাব্বি বলেন, আমরা এলাকাকে পরিচ্ছন্ন করতে নেমেছি। আমরা কখনো এমন বাংলাদেশ দেখিনি, যেটা দেশের ছাত্র সমাজ দেখিয়েছে। দেশের জনগনও খুবই সন্তুষ্ট। মনে হচ্ছে যেন তারা এরকম বাংলাদেশে চেয়েছে। আর ছাত্র সমাজ সেটা করেই দেখিয়েছে। প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিলে মিশে কাজ করছে। যদি কোথাও কেউ আবার ভাঙচুর বা ধ্বংসযজ্ঞের চেষ্টা করে তাহলে তাদের শক্ত হাতে দমন করা হবে।