ময়মনসিংহ বিভাগের পুলিশের ডিইজি আবিদুর রহমান ভালুকা থানা পুলিশকে তাদের কাজে যোগদান করার জন্য নির্দেশ প্রদান করেছেন। সোমবার (১২ আগষ্ট) দুপুরে ডিআইজি আবিদুর রহমান ভালুকা থানা পরির্দশন করেন। এসময় তিনি পুলিশ অফিসারদেরকে বলেন, বিগত দিনে পুলিশের কিছু কর্মকান্ডের জন্য সাধারন মানুষ পুলিশের প্রতি বিরুপ মনোভাব রয়েছে। এখন থেকে আমরা উপরের মহল থেকে অন্যায় আদেশ দিবনা, আপনারও কোন অন্যায় আদেশ পালন করবেন না। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ বলেন, ৫ আগষ্ট আমরা থানাতেই ছিলাম। আমরা আজ থেকে সমস্ত কার্যক্রম শুরু করছি। ডিআইজি স্যার বলেছেন অতিতের কর্মকান্ড থেকে শিক্ষা নিয়ে মানুষের সেবা দিতে হবে।