আওয়ামীলীগ সরকারের পতন ও উদ্ভূত পরিস্থিতিতে সড়কে নেই ট্রাফিক পুলিশের সদস্যরা। এ সময়ে রাস্তায় গাড়ি চলাচলে বিশৃঙ্খলা রোধ করতে মোড়ে মোড়ে ট্রাফিক ভূমিকায় অবতীর্ণ হয়েছে নওগাঁর নিয়ামতপুর সরকারি কলেজের রোভার স্কাউট সদস্য ও শিক্ষার্থীরা। রবিবার দুপুরে ট্রাফিক নিয়ন্ত্রণে থাকা রোভার স্কাউট সদস্য, নিয়ামতপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের হাতে দুপুরের খাবার তুলে দেওয়া হয়।
নওগাঁ-১ আসনের সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী নওগাঁ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমানের পক্ষে জেলা ছাত্রদলের সহ-সভাপতি জিএম কাউসার রতন, নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জাহিদ ইসলাম তোতা, নিয়ামতপুর সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ও উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি নাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, প্রচার সম্পাদক গোলাম রাব্বানী ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণে দায়িত্ব থাকা শিক্ষার্থীদের হাতে দুপুরের খাবার তুলে দেন। এদিকে, নিয়ামতপুরে ট্রাফিক নিয়ন্ত্রণে থাকা শিক্ষার্থীদের খাবার বিতরণ করেছেন প্রভাষক গোলাম মোস্তফা।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নওগাঁর নিয়ামতপুরে সড়কে নেই ট্রাফিক পুলিশের সদস্যরা। এ সময়ে রাস্তায় গাড়ি চলাচলে বিশৃঙ্খলা রোধ করতে মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশের ভূমিকায় অবতীর্ণ হয়েছে নওগাঁর নিয়ামতপুর সরকারি কলেজের রোভার স্কাউট সদস্যরা ও শিক্ষার্থীরা। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনায় দারুণ ভূমিকা পালন করায় প্রশংসায় ভাসছেন শিক্ষার্থীরা। জনগণও শিক্ষার্থীদের সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছে। এবার তাদের পাশে দাঁড়িয়েছে নিয়ামতপুর সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক গোলাম মোস্তফা। রবিবার সকালে ট্রাফিক নিয়ন্ত্রণে থাকা রোভার স্কাউট সদস্য, নিয়ামতপুর সরকারি কলেজের শিক্ষার্থী ও ফায়ার সার্ভিস কর্মীদের মাঝে সকাল ও দুপুরের খাবার বিতরণ করা হয়। নিয়ামতপুর সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক গোলাম মোস্তফা বলেন, পুলিশের অবর্তমানে ট্রাফিক নিয়ন্ত্রণে নেমেছেন রোভার স্কাউট সদস্য ও নিয়ামতপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা। তাদের খাবারের কথা চিন্তা করে তিনি নিজ উদ্যোগে খাবার বিতরণ করলাম। এভাবে সমাজের সকল শ্রেণি পেশার মানুষদের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।