1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
নলডাঙ্গায় মদনমোহন মন্দিরে জগন্নাথ দেবের পিতলের রথযাত্রা - দৈনিক চাঁপাই দর্পণ
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:০৪ অপরাহ্ন

নলডাঙ্গায় মদনমোহন মন্দিরে জগন্নাথ দেবের পিতলের রথযাত্রা

নাটোর প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ১৫৬ বার পঠিত

নলডাঙ্গায় মদনমোহন মন্দিরে জগন্নাথ দেবের পিতলের রথযাত্রা

নাটোরের নলডাঙ্গার মাধনগরে মদনমোহন মন্দিরে জগন্নাথ দেবের দেড়শ বছরের পুরানো পিতলের রথযাত্রা উদযাপিত হয়েছে। কিন্ত রথের প্রায় শতাধিক বিঘা দেবোত্তর জমি থাকলেও, সে জমিগুলো বিক্রি হয়ে বিভিন্নভাবে হাতবদল হয়ে বেদখল হয়েছে। বেদখল হওয়া এ দেবোত্তর সম্পতি ফিরে পাওয়ার দাবী করেছে স্থানীয়রা। নাটোরের নলডাঙ্গার মাধনগরে মদনমোহন মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের পিতলের রথযাত্রা উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল থেকে মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে উপজেলার মাধনগরের মদনমোহন মন্দির থেকে ১৫৫ বছরের পুরানো পিতলের রথ রসি দিয়ে টেনে যাত্রা শুরু করেন। এতে অংশ নেয় আশে পাশের কয়েক জেলা উপজেলার হাজারো পূণ্যর্থীরা। নানা সাজে ঢাক-ঢোল বাজিয়ে রথ টেনে নিয়ে যায় ভক্তরা। শুক্রবার বেলা ১১ টার দিকে মাধনগর মদনমোহন মন্দির থেকে রথযাত্রা শুরু হয়। নেচে গেয়ে, আনন্দ উল্লাসে ১৫৫ বছরের পুরানো পিতলের রথের রশি টেনে নেন ভক্তরা। নয়দিন পরে ৯ জুলাই এখান থেকেই উল্টা রথে ফিরবেন শ্রী শ্রী জগন্নাথ। মঙ্গল, মুক্তি আর শান্তি সমৃদ্ধির এই যাত্রা মানব জাতির জন্য আর্শীবাদ বলে জানান নানা বয়সী ভক্তরা। পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক পিন্টু অধিকারী বলেন, প্রতিবছরের মতো এই যাত্রা মানুষের চাওয়া-পাওয়ার সন্নিবেশ ঘটায়। ১৫৫ বছরের পুরানো পিতলের এ রথ ১২ ফুট স্কয়ারে ২৫ ফুট উচ্চতা, ১২টি চাকা এ চাকার ভিতরে রয়েছে পিতলের ১২টি পাত, ১২ টি কোন ও ১১২টি পিলার। মাধনগরের ১৫৫ বছরের পুরানো রথ উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রচীনতম। মদনমোহনের মাহাত্ম দেখে পাবনার দিলালার জমিদার যামিনী সুন্দরী বসাক ১৮৬৭ সালে এ রথ প্রতিষ্ঠা করেন। কিন্তু রথের প্রায় শতাধিক বিঘা দেবোত্তর জমি থাকলেও, সে জমিগুলো বিক্রি হয়ে বিভিন্নভাবে হাতবদল হয়ে বেদখল হয়েছে। বেদখল হওয়া এ দেবোত্তর সম্পতি ফিরে পাওয়ার দাবী করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!