মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের এক অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের সুগারপাড়া গ্রামের ফায়েক আলীর ছেলে মোঃ শাহিন (২১)।
চাঁপাইনবাবগঞ্জ ডিএনসি’র এক প্রেসনোটে জানানো হয়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আনিছুর রহমান খাঁন এর সার্বিক দিকনির্দেশনায় ডিএনসি’র চাঁপাইনবাবগঞ্জ ‘ক’ সার্কেলের পরিদর্শক মোঃ ইলিয়াস হোসেন তালুকদারের নেতৃত্বে বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের লক্ষীনারায়সপুর পোড়াগ্রাম আদর্শ এলাকায় অভিযান চালায়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের সুগারপাড়া গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ শাহিন এর দেহ তল্লাশী চালানো হয়। এসময় তার লুঙ্গীর কোচড় থেকে একটি পলিথিনে থাকা ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তাৎক্ষনিক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের সুগারপাড়া গ্রামের ফায়েক আলীর ছেলে মোঃ শাহিন এর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা হয়েছে ডিএনসি’র চাঁপাইনবাবগঞ্জ ‘ক’ সার্কেলের পরিদর্শক মোঃ ইলিয়াস হোসেন তালুকদার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আনিছুর রহমান খাঁন বিষয়টি নিশ্চিত করে জানান, চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।