বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বন্যায় দুর্দশাগ্রস্ত মানুষের কাছে ছুটে যাওয়াই এই মুহূর্তে বিএনপির প্রধান কাজ। এখন যে ঢল নেমেছে এটি কোনও স্বাভাবিক বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের পানি নয়। পার্শ্ববর্তী দেশ ভারত বাঁধ খুলে পানি ছেড়ে দিয়েছে। যার কারণে এ দেশের মানুষ ভুক্তভোগী। আশা করবো, ভারত বন্ধুরাষ্ট্র হিসেবে বন্ধুর মতো ব্যবহার করবে। তারা বাঁধের পানি নিয়ন্ত্রণ করবে। শুক্রবার (২৩ আগস্ট) বেলা ১২টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় পথসভায় তিনি এসব কথা বলেন। এরপর বিএনপির এই নেতা বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী তুলে দেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ্যানি বলেন, বর্তমানে মানুষের যে অসহায়ত্ব তা আর কখনও দেখা যায়নি। বন্যাদুর্গত এলাকার প্রত্যেক মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেবে বিএনপি। এ ছাড়া সরকারি ত্রাণসামগ্রী যেন প্রত্যেক মানুষ পায় সেজন্য অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করেন এ্যানি। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, বিএনপি নেতা নিজামুদ্দিন ভূঁইয়া, হ্যাপি চৌধুরী, সদর উপজেলা পূর্ব বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, জেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান মামুন, সিনিয়র সহসভাপতি বদরুল আকম শ্যামল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক মামুনুর রশিদসহ অন্যরা।