রাজা লক্ষণ সেনের মতো শেখ হাসিনা পেছনের দরজা দিয়ে পালিয়েছেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা সরকারের পতন হয়েছে। ভারতে আশ্রয় নিয়ে সেখানে বসে তিনি এই বিপ্লবকে নস্যাৎ করার চক্রান্ত শুরু করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন। দক্ষিণ বাকলিয়া মিয়াখান নগরে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। নগর বিএনপির সাবেক উপদেষ্টা হাজী নবাব খানের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান বক্তা ছিলেন নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। কর্মসূচিতে ডা. শাহাদাত বলেন, গত ১৫ বছর হাসিনা দেশের গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসনকে ধ্বংস করে দিয়েছেন। গণহত্যাকারী শেখ হাসিনাকে ভারতের উচিত দেশে ফেরত পাঠানো। গণহত্যাসহ সকল অপরাধের জন্য তার বিচার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বাকলিয়াতে কোনো সন্ত্রাস, নৈরাজ্য, ভূমিদুস্য ও চাঁদাবাজদের স্থান হবে না। আওয়ামীলীগের আমলে ভূমিদস্যু চাঁদাবাজ সন্ত্রাস নৈরাজ্য দখলবাজকারীদের জন্য বাকলিয়ার অনেক নিরীহ ব্যক্তিকে এলাকা ছাড়তে হয়েছে। ওইসব সন্ত্রাসীদের চিহ্নিত করতে হবে। এখন কেউ সন্ত্রাসী করলে, চাঁদা দাবি করলে, দখলবাজি করলে তাদেরকে ধরে আইনের হাতে তুলে দিবেন। বৃহস্পতিবার কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সাবেক সহ-সম্পাদক ইয়াসিন চৌধুরীর আছু, বাকলিয়া থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম.আই চৌধুরী মামুন, ইউনুস চৌধুরী হাকিম, এস এম সেলিম, এ.টি.এম ফরিদুল আলম, হাজী মোহাম্মদ ইউনুস, নাজমুল হক নাজু, তানভীর হায়দার, নগর যুবদলের সহসম্পাদক আসাদুর রহমান টিপু, মো. জসিম উদ্দিন, সালাউদ্দিন চৌধুরী বাসু, বাকলিয়া যুবদলের সাধারণ সদস্য সচিব মো. মুসা, শ্রমিক দলের সভাপতি গুলজার হোসেন লেদু, ইয়াকুব খান, সানোয়ার কাদের সানি প্রমুখ।