চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে আম চাষীদের মতবিনিময় সভা হয়েছে। বৃহস্পতিবার রাতে শিবগঞ্জ প্রেসক্লাবে আম চাষি আহসান হাবীবের সভাপত্বিতে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ছাত্র আন্দোলনের নেতা আল বাশরী সোহান, ফয়েজ আহমেদ তনয়, আম চাষি আতিকুর রহমান মিলন, আব্দুল আওয়াল, নাদিম হোসেন, সোহান, মোঃ সপ্ন আলী প্রমূখ। সভায় আমচাষিদের বিভিন্ন সমস্যা ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দে কাছে তুলে ধরা হয় এবং সমাধানে একসাথে কজে করার আশ্বাস দেন ছত্র আন্দোলনের নেতারা।