চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সিমান্তে ৫৯ বিজিবির অধিন্থ সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৯ বিজিবির সদস্যরা বেশ কিছু ফেন্সিডিল উদ্ধার করেছে। ২৩ আগষ্ট রাত ১২টার দিকে এই অভিযান চালানো হয়। ৫৯ বিজিবি জানায়, অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিজিবিএ এর দিকনির্দেশনায় সোনামসজিদ বিওপির সুবেদার শাজাহান আলীর নেতৃতে একটি অভিযানিক দল সীমান্ত পিলার ১৮৫/২ এস হতে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার পিরোজপুরে পাগলা নদী পারে চোরাকারবারিরা কলার গাছের ভেলা যোগে ২ বস্তা ভাসিয়ে দিলে তা বাংলাদেশে অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবির টহল দল ২ বস্তায় ৪৭৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এঘটনায় জিডি করে শিবগঞ্জ থানায় জমা করা হয়। ৫৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিজিবিএম সত্যতা নিশ্চিত করেন।