ভারতের ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেওয়ার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছেন নবাবগঞ্জ সরকারী কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা গত কয়েকদিনে বিভিন্ন প্রতিষ্ঠানে যে অরাজকতা তৈরি করা হয়েছে, তার সাথে জড়িতরা বৈষম্যে বিরোধী আন্দোলনের কোন সদস্য নয় বলে দাবী করা হয়। এ উপলক্ষে বৃহষ্পতিবার শিক্ষার্থীরা কলেজ থেকে একটি বিক্ষোভ বের করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে কলেজের শহীদ মিনারের সামনে প্রতিবাদ সভা করেন। এ সময় তারা ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির নায্য হিস্যার দাবি জানান। ছাত্র সমাজের পক্ষে বক্তব্য রাখেন মোঃ বায়েজীদ ইসলাম জীবন, মোঃ সাব্বির, মুয়াজ হোসেন। বিক্ষোভে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক বায়েজীদ ইসলাম জীবন বলেন, “কোন আলোচনা ছাড়া ভারতের এভাবে পানি ছেড়ে দেয়া অন্যায় এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে বন্যা দুর্গতদের সহায়তার জন্য একটি ত্রানকেন্দ্র খোলার সিদ্ধান্ত নেন। উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন প্রতিষ্ঠানে বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের নামে কর্মকর্তা কর্মচারীদের যেভাবে হেও করে জোরপূর্বক পদত্যাগ করানো হচ্ছে, তার প্রতিবাদ জানান এবং এইসব কর্মকান্ডের সাথে তাদের কোন ছাত্র জড়িত নয় বলে ঘোষণা দেন। এ সময় তারা আইনশৃঙ্খলা বাহিনীকে এসব অপতৎপরতা রুখে দেয়ার আহ্বান জানান।