চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি সিমেন্টবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার সোনাপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের ইদ্রিস আলী ছেলে ফানু (৪৫) এবং একই এলাকার হেরাস আলীর ছেলে আব্দুর রাজ্জাক খুদু (৪৬)। শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার কাদেরি কিবরিয়া জানান, সিমেন্টবোঝাই একটি ট্রাক সোনাপুর বাজারের একটি দোকানে কিছু সিমেন্ট নামানোর পর, আরেকটি দোকানে যাবার সময় সোনাপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এ সময় ট্রাকের ওপরে থাকা দুই শ্রমিক ফানু ও খুদু মারা যান। স্থানীয়রা জানান, কানসাট বাজার থেকে সিমেন্ট ভর্তি ট্রাক নিয়ে দাইপুকুরিয়া ইউনিয়নের মফিজ মোড়ে যাচ্ছিল শ্রমিক ফানু ও আব্দুর রাজ্জাক। সোনাপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই মারা যান তারা। এ ঘটনায় আরও ৪ শ্রমিক জন আহত হয়েছে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।