রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মানের দাবীতে মানববন্ধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানবন্ধন হয়। ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ শ্লোগানে ঘন্টাব্যাপী চলা এই মানবন্ধনে বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আসলাম কবির, সাধারণ সম্পাদক সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল, সহ-সভাপতি এ্যাড, উমর ফারুক, সুধিজন হিসেবে সিনিয়র আইনজীবী মোঃ ইশাহাক আলী, এ্যাড. আসলাম উদ দৌলা, ডাঃ আব্দুস সামাদসহ অন্যরা।
এসময় আরোও বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, সাংবাদিক শামসুল হক টুকু, সুজন’র সদর উপজেলা সভাপতি এ্যাড. নূরে আলম আসাদ, সাধারণ সম্পাদক জারিফ হোসেন, সুজন’র শিবগঞ্জ উপজেলা সভাপতি সাংবাদিক এ কে এস রোকন, সুজন’র ভোলাহাট উপজেলা সভাপতি মোঃ হৃদয়সহ অনেকে। এসময় সুজন এর উপজেলা শাখার নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিগত দিনে রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন অনিয়ম, দূর্ণীতি, স্বেচ্ছাচারীতা, লুটপাটসহ রাষ্ট্রের ক্ষতির বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা।
মানবন্ধনে রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মানের দাবী জানান বক্তারা। মানবন্ধনে বন্যার্তদের সাহায্যার্থে সকলকে এগিয়ে আসার আহবান জানান এবং কোটা আন্দোলনে শহীদ আবু সাঈদ, মুগ্ধসহ সকল শহীদদের আত্মার মাগফেতার কামনা করে আন্দোলনে আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করেন সুজন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আসলাম কবির ও সাধারণ সম্পাদক সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল।