চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দল দলি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক জুয়েল ইসলামের অনিয়ম ও দূর্নীতির অভিযোগে পদত্যাগ দাবী করে বিক্ষোভ করেছে ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী। রবিবার সকালে বিদ্যালয় কার্যালয়ে উপস্থিত হয়ে এ বিক্ষোভ করে তারা। এ সময় শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। এলাকাবাসী বলেন, প্রধান শিক্ষক জুয়েল ঘুষ বাণিজ্যের মাধ্যমে বিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারী নিয়োগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এমনকি এসএসসির টেস্ট পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার সুযোগ করে দেয়ার কথা বলেও হাজার হাজার টাকা হাতিয়ে নেন। এছাড়াও তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।