নওগাঁর নিয়ামতপুরে রোভার স্কাউট সদস্যদের উদ্যোগে সারা দেশে বানভাসি মানুষের শুকনো খাবার বিতরণের জন্য ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে। রবিবার (২৫ আগস্ট) সকালে উপজেলায় জেলা পরিষদ অডিটোরিয়াম সামনে নগদ অর্থ ও প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সহযোগিতা করুন ব্যানারে ত্রান সামগ্রী সংগ্রহ করা হয়। নিয়ামতপুর সরকারি কলেজের রোভার স্কাউট সদস্য ও সাধারণ শিক্ষার্থী নিহারিকা ও ঝুমুরের নেতৃত্বে নিয়ামতপুর সরকারি কলেজের রোভার স্কাউট সদস্য মাহফুজুর রহমান, শিবলী, সারোয়ার জাহান, সাব্বির রানা, জাহাঙ্গীর, জাহিদ, জনি, ফিরোজ, মেহেদী হাসান, লিজা সহ সাধারণ শিক্ষার্থী ত্রাণ সামগ্রী সংগ্রহে মাঠে কাজ করছেন। বন্যা দূর্গতদের ত্রান সামগ্রী বিতরণের লক্ষ্যে ত্রাণ সংগ্রহে রোভার স্কাউট সদস্যদের সার্বিকভাবে সহযোগিতা করেন নিয়ামতপুর সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান গোলাম মোস্তফা।