সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে রাজশাহীর বাঘা থানায় মামলা হয়েছে। ৩৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০ জনকে আসামি রেখে শনিবার রাতে মুখলেছুর রহমান মুকুল নামের এক বিএনপি নেতা মামলাটি করেন বলে বাঘা থানার ওসি আবু সিদ্দিক নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১৪৩/৩৪১/৩৮৫/৩৮৬/৫০৬ ধারায় মামলাটি রজু করা হয়েছে। মামলা নম্বর ১১। একজন এসআইকে মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবেন। বাদী মুখলেছুর রহমান মুকুলের (৫৫) বাড়ি বাঘা উপজেলার বাজুবাঘা নতুনপাড়া গ্রামে। মুকুল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ৩ আগস্ট মামলার আসামিরা অস্ত্রশস্ত্র নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান করছিলেন। মামলার বাদী মুখলেছুর রহমান ওই পথ দিয়ে যাওয়ার সময় তার গতিরোধ করা হয়। এরপর সেখানে সিরাজুল ইসলাম, শাহিনুর রহমান পিন্টু ও মো. জাহিদ নামের তিনজন তার মাথায় পিস্তল ঠেকিয়ে বলেন, মুখলেছুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্নভাবে ছাত্রদের সহযোগিতা করেছেন। তাই ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে। মুখলেছুর রহমান চাঁদা দিতে অস্বীকার করলে তার পকেট থেকে ৫০ হাজার টাকা কেড়ে নেওয়া হয়। ওই সময় মুখলেছুরকে ভয় দেখানো হয় যে, এ ঘটনা কাউকে বললে তাকে প্রাণে মেরে ফেলা হবে।