নওগাঁর পোরশায় “দেশ পূণর্গঠন ও সংস্কার শীর্ষক” এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা মডেল মসজিদ সভা কক্ষে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ পোরশার আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ওলামা বিভাগের সভাপতি মাওলানা আলাউদ্দিন। প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা ওলামা বিভাগের প্রধান উপদেষ্ঠা ও বাংলাদেশ জামায়াত ইসলামী নওগাঁ জেলা পশ্চিমের আমির ইঞ্জিনিয়ার এনামুল হক। প্রধান মেহমান হিসেবে ছিলেন ওলামা বিভাগের জেলা উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলার পশ্চিম এর নায়েবে আমির মাওঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওলামা বিভাগের জেলা সভাপতি মাওঃ ফজলুল হক ও জেলা সেক্রেটারি মাওঃ সাগর আলী। জামায়াত ইসলামী পোরশা উপজেলা শাখা সেক্রেটারী শরিফুল ইসলামের পরিচালনায় অন্যান্যদের মাধ্যে উপস্থিত ছিলেন পোরশা দারুল হিদায়া মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি মাওঃ ফজলু হক, নিতপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আব্দুল বাসির, নিতপুর মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আব্দুল করিম এবং মাওঃ হযরত আলী উপস্থিত ছিলেন।