বিশ্বশান্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মালম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫০ শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে জেলা শহরের শিবতলা চরজোতপ্রতাপ দূর্গামাতা ঠাকুরানী মন্দির প্রাঙ্গনে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও। চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি শ্রীল শ্যামকিশোর দাস গোস্বামী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নারু গোপাল পাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ দাস, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী দিলীপ রায়, সদর উপজেলা কমিটির সভাপতি অর্জুণ চৌধুরী, পৌর কমিটির সাধারণ সঞ্জিব সাহা, বাংলাদেশ ব্রাক্ষ্রন সংসদের জেলা সভাপতি শ্রী বিধান ভট্টাচায, সাধারণ সম্পাদক রানা প্রতাপ আচার্য, শিবতলা চরজোতপ্রতাপ দূর্গামাতা ঠাকুরানী মন্দিরের সাধারণ সম্পাদক অজিত দাস, চাঁপাইনবাবগঞ্জ প্রধান ডাকঘরের সাবেক পোষ্ট মাস্টার লক্ষণ দাস, ইসকন প্রচার কেন্দ্রের সাধারণ সম্পাদক আশ্রয় নরোত্তম দাস। সমগ্র অনুষ্ঠিানটি পরিচালনা করেন সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী তরুণ সাহা। অন্যদিকে, জেলা প্রশাসন ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল শ্যামকিশোর দাস গোস্বামী, মন্দিরভিত্তিক গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রকল্প সহকারী মিলন কুমার দাস, বিশিষ্ট সমাজসেবক গৌরি চন্দ সিতু। সভায় জেলার বিভিন্নস্থানের হিন্দু ধর্মাবলম্বীসহ আদিবাসী ও মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকরা উপস্থিত ছিলেন।