হত্যা মামলায় গ্রেপ্তার জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছে পুলিশ। মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম আলী হায়দারের আদালতে এ আবেদন করা হয়। এদিন ইনুর উপস্থিতিতে রিমান্ড শুনানি হওয়ার কথা রয়েছে। সাবেক তথ্যমন্ত্রী ইনুকে সোমবার ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই নিউ মার্কেট এলাকায় পাপোষের দোকানের কর্মচারী শাহাজান আলীকে গুলি করে হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। শাজাহানের মা আয়েশা বেগম বাদী হয়ে নিউমার্কেট থানায় এই মামলা করেন। হাসানুল হক ইনু ২০১৪-২০১৯ মেয়াদে আওয়ামীলীগ নেতৃত্বাধীন সরকারে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রতীক নৌকা নিয়ে নির্বাচন করেও তিনি পরাজিত হন।