নওগাঁর পোরশা সীমান্তে পূনর্ভবা নদিতে মাছ ধরার অবৈধ রিং ও কারেন্ট জাল আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ১৬ বিজিবি নিতপুর ক্যাাম্পের টহলদল এবং মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে এ জালগুলি আটক করা হয়। সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, মৎস্য অফিসার মনিরুজ্জামান এবং নায়েব সুবেদার মজনু মিয়া সাথে টহল দল বিওপি হতে ০১ কিঃমিঃ উত্তর দিকে এবং সীমান্তের মেইন পিলার ২৩০/৫২ আর হতে মেইন পিলার ২৩১ পর্যন্ত টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১২টি রিং জাল এবং ৩টি কারেন্ট জাল আটক করা হয়। পরে আটককৃত রিং জাল এবং কারেন্ট জালগুলি পুড়িয়ে ধ্বংস করার করা হয়েছে।