সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) গুলশানের একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের একটি টিম তাকে গ্রেফতার করে। ডিবির একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে আরাফাত, তার স্ত্রী ও তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিতের নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ। ডিবির সূত্র জানিয়েছে, আরাফাত গত পাঁচ আগস্ট থেকে পলাতক ছিলেন। তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ খবর আসে গুলশানের একটি বাসায় তিনি অবস্থান করছেন। সেই মোতাবেক সেখানে অভিযান চালানো হয়। পরে তাকে গ্রেফতার করে ডিবি। তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানায় সূত্রটি। আরাফাত দীর্ঘদিন ধরে আওয়ামীলীগের একজন থিংক ট্যাঙ্ক হিসেবে কাজ করছেন। তিনি ২০২২ সালের ডিসেম্বরে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে জয়ী হন আওয়ামীলীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। পরে তিনি শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। এর আগে ২০২৩ সালের জুলাইয়ে একই আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিরো আলমকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন আরাফাত। আরাফাতের বাবা মোহাম্মদ সেতাব উদ্দিন বাংলাদেশ বেতারের পরিচালক ছিলেন। আরাফাত অভিনেত্রী শমী কায়সারকে ২০০৮ সালের ২৪ জুলাই বিয়ে করেন। ২০১৫ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর বিয়ে করেন শারমিন মুস্তারিকে।