ফারাক্কার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে গত ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ৭ সেন্টিমিটার। তবে এখনও পদ্মার পানি বিপৎসীমার দেড় মিটার নিচে রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী ময়েজ উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে, পদ্মা এলাকার মানুষ আতঙ্কে নিজেদের বাড়ি ভাঙ্গতে আরম্ভ করেছেন। অনেকেই কাটাচ্ছেন নির্ঘুম রাত। বিশেষ করে ভারতের ফারাক্কাবাঁধ খুলে দেয়ায় এ হতাশা অবস্থা বিরাজ করছে। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী ময়েজ উদ্দীন জানান, ফারাক্কা ব্যারেজের পর ভারত থেকে পদ্মা নদী চাঁপাইনবাবগঞ্জের পাংখা পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। সেই পাংখা পয়েন্টে ২৪ ঘণ্টায় ৭ সেন্টিমিটার পানি বেড়েছে। তবে সর্বশেষ ১২ ঘণ্টায় পানি বেড়েছে ৪ সেন্টিমিটার। প্রকৌশলী ময়েজ উদ্দীন আরও বলেন, পদ্মায় বিপদসীমা ধরা হয় ২২ দশমিক ৫ মিটার। বর্তমানে পানির স্তর ২০ দশমিক ৫৫ মিটার। এখনও পানির স্তর বিপৎসীমার দেড় মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির যে হার, তাতে এখনও আকস্মিক বন্যার আশঙ্কা নেই এ অঞ্চলে। মঙ্গলবার বিকেলে সুত্রটি আরও জানায়, পদ্মা ডেন্জার লেভেল ২২.০৫-বর্তমানে রয়েছে ২০.৫৫, মহানন্দা ডেন্জার লেভেল ২০.৫৫-বর্তমানে ১৮.৫১, পূণর্ভবা ডেন্জার লেভেল ২১.৫৫-বর্তমানে ১৮.৫০। ২৬ আগষ্ট সকাল ৬ থেকে ২৭ আগষ্ট সকাল ৬ পর্যন্ত গত ২৪ ঘন্টায় পানি বৃদ্ধি হয়েছে ৭সেঃ মিঃ। উল্লেখ্য, ফারাক্কা ব্যারেজের ১০৯টি জলকপাট খুলে দেওয়ার খবর দেয় ভারতের বেশ কিছু গণমাধ্যম। সংবাদে বলা হয়, ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার কারণে ফারাক্কার কপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।