নওগাঁর নিয়ামতপুরে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা পরিষদের নবনির্মিত হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রূপম দাস, নিয়ামতপুর থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আল মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা: মাহবুব-উল আলম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: আব্দুল লতিফ, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোসাদ্দেকুর রহমান, হাজীনগর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, চন্দননগর ইউপির চেয়ারম্যান বদিউজ্জামান বদি, ভাবিচা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ওবাইদুল হক, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, রসুলপুর ইউপি চেয়ারম্যান মোত্তালেব হোসেন বাবর, পাড়ইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দা, শ্রীমন্তপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ ও সদস্য আলমগীর মন্ডল, ডিষ্ট্রিক স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি) নাজমুল ইসলাম প্রমুখ। উপজেলা পরিষদের মাসিক সভা শেষে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা, উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা, যৌতুক ও বাল্য বিবাহ নিরোধ এবং জন্ম-মৃত্যু নিবন্ধণ সংক্রান্ত সভা ও মানব পাচার প্রতিরোধ কমিটির সভা হয়।