মাদক বিরোধী অভিযানে নওগাঁ জেলার নিয়ামতপুর থানার আঘোর এলাকা থেকে ৯০০ বোতল ফেন্সিডিল সহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হচ্ছে, নওগাঁ জেলার নিয়ামতপুর থানার আঘোর গ্রামের মৃত সামছুল হক এর ছেলে মোঃ নুরুল ইসলাম (৪৩) এবং নুরুল ইসলামের ছেলে মোঃ আল আমিন (১৯), বাগেরহাট জেলার চিতলমারী থানার কলাতলার কুনিয়া গ্রামের মৃত শাখাওয়াত হোসেনের ছেলে মোঃ মাসুদুজ্জামান মামুন (৪০) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চরহাসানপুর (গাইপাড়া)র মৃত রেজাউল হক এর ছেলে মোঃ খায়রুল ইসলাম (৫০)। র্যাব জানায়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এর একটি অপারেশন দল ২৯ আগস্ট ভোর সাড়ে ৪টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার নিয়ামতপুর থানার বাহাদুরপুর ইউনিয়নের আঘোরপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় ৯০০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ নুরুল ইসলাম, মোঃ খায়রুল ইসলাম, মোঃ মাসুদুজ্জামান মামুন এবং মোঃ আল আমিন কে গ্রেফতার করা হয়।
র্যাব আরও জানায়, আটককৃত আসামীগণ একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র। তারা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ নিজ বাড়ীতে সংরক্ষণ করে দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীর নিকট খুচরা এবং পাইকারী দরে বিক্রি করে আসছিল। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে নুরুল ইসলাম তার বাড়ীতে বিপুল পরিমাণ ফেন্সিডিল মজুদ রাখার সংবাদের ভিত্তিতে র্যাব এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে আসামীর বসত বাড়ীর ঘরের ভিতর থেকে ৯০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ ঘটনায় নওগাঁ জেলার নিয়ামতপুর থানায় মামলা করা হয়েছে।