নোয়াখালীতে বন্যার্তদের পাশে ত্রাণ নিয়ে বৃহস্পতিবার রাতে রওয়ানা দেন চাঁপাইনবাবগঞ্জের স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। চাঁপাইনবাবগঞ্জ স্টুডেন্ট এ্যাসোসিয়েসন প্রত্যন্ত এলাকায় নোয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ নিয়ে শুক্রবার দুপুরে পৌঁচেছেন। প্রায় ১ হাজার পরিবারের জন্য নোয়াখালীর উদ্দেশ্যে রওয়ানা হয় স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ৬ সদস্যের একটি দল।
প্রতিটি প্যাকেটে ত্রাণগুলোর মধ্যে রয়েছ-চাল, ডাল, আলু, পেঁয়াজ, রসুন, তেল, হলুদ, মরিচসহ রান্নার জন্য প্রয়োজনীয় সামগ্রী। এছাড়াও, নিত্য প্রয়োজনীয় খাদ্যসমগ্রী, শুকনো খাবার, বিস্কুট, গুড়-মুড়ি, খাবার পানি, খাবার স্যালাইন, বয়স্ক ও বাচ্চাদের জন্য জামাকাপড়, স্যানিটারি ন্যাপকিন, প্রয়োজনীয় ওষুধ। উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ স্টুডেন্ট এসোসিয়েশন গত ২৪ আগস্ট থেকে বিভিন্ন বাজারে, মার্কেটে, সড়কে বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ করে, যার পরিমান ৭ লক্ষ ৬৪ হাজার টাকা।
চাঁপাইনবাবগঞ্জ স্টুডেন্ট এ্যাসোসিয়েসন প্রত্যন্ত এলাকায় নোয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ নিয়ে যাওয়ায় তাদের জন্য সাধুবাদ ও শুভকামনা জানিয়েছেন জেলার বিশিষ্ট জনেরা। আগামীতেও চাঁপাইনবাবগঞ্জ স্টুডেন্ট এ্যাসোসিয়েসন যেন দেশের যে কোন ক্লান্তিকালে মানুষের পাশে দাঁড়াতে পারে, সেজন্য দোয়া করেছেন জেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
নোয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ নিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোয় চাঁপাইনবাবগঞ্জ স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের সাথে জড়িতদের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন জেলার সচেতন মহলও।