দেশব্যাপী শিক্ষক নির্যাতন, আইন বহির্ভুত অপসারণের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। শনিবার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বেলা ১২ টায় বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ মানববন্ধনের আয়োজন করে। এতে শিক্ষক নেতৃবৃন্দরা বলেন, শিক্ষকরা যাতে আর অপমানিত না হয়, তাদের যেন পদত্যাগ করতে না হয় সেজন্য তারা বর্তমান সরকারের হস্তক্ষেপ কামনা করেন। আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি উপাধক্ষ্য আনোয়ারুল হক। বক্তব্য রাখেন, জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক কামাল হোসেন চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ জাকির হোসেন, গোলাম মজুমদার, জেলা কমিটির সভাপতি অধ্যাপক আব্দুস সালাম, জেলা কমিটিরসহ সভাপতি। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।