চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে হোমিওপ্যাথিক কলেজের সাবেক অধ্যক্ষ কর্তৃক ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন অভিযোগ তুলে অশান্তি সৃস্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল, পথসভা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) সকালে রহনপুর হোমিওপ্যাথিক কলেজের সামনে থেকে শিক্ষক, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটি সমন্বয়ে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে এসে পথসভা করে। বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুল্লাহ, হোমিওপ্যাথিক চিকিৎসক সুলতান আহমদ, ম্যানেজিং কমিটির সদস্য আনোয়ারুল ইসলাম বুলবুল, শামসুর রহমান, শিক্ষক আইনুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, রবিউল ইসলাম, কর্মচারী শাহাবুদ্দিন, স্থানীয় বাসিন্দা হুমায়ন আলী, শামসুল ইসলাম, ছাত্র নুর ইসলাম, মমতাজ বেগম, হযরত আলী, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। পথসভা শেষে ইউএনও নিশাত আনজুম অনন্যার নিকট স্মারকলিপি প্রদান করা হয়।