চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে মাদক ও ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) সকালে রাধানগর ইউনিয়নের যাতাহারা বাজার এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। ‘চলো যাই যুদ্ধে, মাদক ও ধর্ষণের বিরুদ্ধে’ এই শ্লোগান কে সামনে রেখে উক্ত ইউনিয়নের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন রাধানগর এ এন সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ। প্রধান অতিথি ছিলেন, রাধানগর ইউনিয়ন চেয়ারম্যান মতিউর রহমান। বক্তব্য রাখেন, মাদ্রাসা শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, স্কুল শিক্ষক ফারুক হোসেন, ব্যবসায়ী প্রতিনিধি হেলালউদ্দিন ও ছাত্র সংগঠক রমজান আলী। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মাদকের বিস্তার ও নারী নির্যাতন বৃদ্ধির প্রেক্ষিতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।