নওগাঁর নিয়ামতপুরে ইমাম ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে বানভাসী অসহায় মানুষের জন্য নগদ টাকা ও ত্রান সামগ্রী সংগ্রহ করা হয়। শনিবার (৩১ আগস্ট) উপজেলার উত্তরা মসজিদ জামে মসজিদে এ ত্রান সামগ্রী ও নগদ টাকা সংগ্রহ করা হয়। নগদ টাকা ও ত্রান সংগ্রহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমাম ওলামা ঐক্য পরিষদ নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি কামাল উদ্দন। সহ-সভাপতি সিরাজুল ইসলামের উদ্যোগে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইমাম ওলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু তালহা, কোষাধ্যক্ষ আয়েজ উদ্দিন, উপজেলা পরিষদের জামে মসজিদের ইমাম মাহবুবুর রহমান, উত্তরা মডেল স্কুলের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন, প্রচার সম্পাদক মামুনুর রহমান, সদস্য আতাউর রহমান, সেলিম রেজা, আব্দুল মতিন, শাহ আলম, নাজমুল হক, গোলাম হোসাইন প্রমূখ। অনুষ্ঠানে নগদ ১ লক্ষ ৪৯ হাজার ৫শ ৯৫ টাকা আদায় হয়।