‘আপামর জনতার এই আন্দোলনকে কেউ নিজের স্বার্থে ব্যবহার করতে চাইলে মানুষ তা রুখে দিবে’ কঠোর হুশিয়ারি দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, ‘দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে আপামর জনতার এই আন্দোলনকে কেউ যদি নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়, তাহলে আবারো তা বাংলাদেশের ১৮ কোটি মানুষ তা রুখে দিবে’।
আমরা সেই আন্দোলনে মানুষের সাথে থাকবো, পাশে থাকবো, অগ্রভাগে থাকবো আমরা কথা দিচ্ছি।’ সোমবার (২ সেপ্টেম্বর) সকালে তিনি দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে এ কথা বলেন। জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান আরো বলেন, ‘ক্ষমতার মাঝে যাওয়া জামায়াতের উদ্দেশ্য নয়, তোমাদের একটা গুরুত্বপূর্ণ গন্তব্যে পৌঁছে দেয়া জামায়াতের উদ্দেশ্য। এমন একটি দেশ, এমন একটি জগৎ, আমরা আমাদের এখানে চাই-যেই দেশে জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সমস্ত মানুষ শান্তিতে বসবাস করবেন। এদেশের নাগরিক হিসেবে যেখানেই যাক, যে দেশেই যাক-গর্বের সাথে বলবে আমি বাংলাদেশি। এখানে বিশেষ বিশেষ সময়ে কোন ধর্ম-সম্প্রদায়ের উপসানালয়-বাড়ি-ঘর পাহারা দেয়ার প্রয়োজন হবেনা। আগামিকালের জন্য যারা জন্ম নেবে, তারা সকলেই, বাংলাদেশের গর্বিত নাগরিক। এর আগে জামায়াতের আমীর শহীদ রুদ্র সেন এর বাসভবনে গিয়ে তাঁর স্বজনদের স্বাথে স্বাক্ষাৎ করেন। এ সময় তিনি শহীর রুদ্রের পরিবারকে শান্তনা দিয়ে তাদের সহযোগির আশ্বাস দেন। এসময় দিনাজপুর জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।