নওগাঁর নিয়ামতপুরে নাশকতার মামলায় নিয়ামতপুর সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক গোলাম মোস্তফা, মাসুদ রানা, বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের উপজেলা শাখার সাবেক আমীর মাইনুল ইসলাম মিনু, শ্রীমন্তপুর ইউপির সাবেক চেয়ারম্যান আল মামুনসহ বিএনপি ও জামায়াতের ৩৮ জন নেতাকর্মীকে নাশকতা মামলা থেকে খালাস দিয়েছে আদালত। সোমবার নওগাঁর বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক তাদের খালাস প্রদান করেন।
২০১৫ সালে নিয়ামতপুর পোস্ট অফিসের সামনে থাকা একটি মাইক্রোবাসে আগুন দেন দুর্বৃত্তরা। মাইক্রোবাসে আগুন দেওয়াকে কেন্দ্র করে মামলায় চারশিটভুক্ত ৩৮ জন আসামিকে মামলার বিচারিক কার্যক্রম সমাপ্তি শেষে খালাস প্রদান করা হয়।
প্রভাষক গোলাম মোস্তফা সাংবাদিকদের এক সাক্ষাৎকারে বলেন, এজাহারকৃত মিথ্যা মামলার সাথে অভিযুক্তকারীদের কোন সম্পৃক্ততা ছিল না। মিথ্যা মামলায় আমাদের এতদিন আদালত প্রাঙ্গনে যেতে হয়েছে। বিশেষ ক্ষমতা আইনে নাশকতা মামলাটি মিথ্যা প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত মামলা হইতে অব্যহতি দেন। খালাস প্রদান করেন। নিযুক্ত আইনজীবী এ্যাডভোকেট এস এম জুবায়েরকে ধন্যবাদ জানান তিনি।