ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনদের সাথে ২০২৪-২৫ অর্থ বছরের ১ম প্রান্তিকের সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৪ সেপ্টেম্বর) সকালে পবিস-২ কার্যালয়ের হলরুমে পরিচালক জনসংযোগ অধিদপ্তর মোঃ শফিকুর রহমানের সভাপতিত্বে ও জেনারেল ম্যানেজার পবিস-২ মোঃ আকমল হুসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খান। এসময় উপস্থিত ছিলেন এম এস মোঃ মোস্তাফিজুর রহমান, এজিএম(অর্থ) মোঃ আব্দুল হান্নানসহ অন্যরা। এসময় ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।