বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপ-মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ছাত্র-জনতা বা বিএনপি’র আন্দোলনে নয়, শেখ হাসিনার উপর আল্লাহর গজব পড়েছে। সেই গজবে শেখ হাসিনা পালিয়ে গেছে। ছাত্র-জনতা বা বিএনপি’র আন্দোলন ছিলো সেই গজবের ওছিলা মাত্র। মঙ্গলবার রাতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা অডিটরিয়াম হলরুমে দেশের চলমান বিরাজমান পরিস্থিতির আলোকে বিএনপি’র এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, রাতের ভোট আর হবে না। আওয়ামীলীগের চেয়ে জাতীয় পার্টি বড় অপরাধী কারণ আওয়ামীলীগকে ক্ষমতায় থাকতে গত ১৬ বছর সহযোগিতা করেছে জাতীয় পার্টি। তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রাষ্ট্রীয় ভাবে শহীদ ঘোষনাসহ বীরের মযার্দা দেয়া হবে। দেশের জনগনকে সাথে নিয়ে বিএনপি একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চায়, বৈষম্যহীন দেশ গড়তে চায়। এসময় তিনি আগামী দূর্গা পূজায় আওয়ামীলীগ যেন বিশৃঙ্গলা তৈরী করতে না পারে সেই দিকে বিএনপির নেতাকর্মীর সর্তক থাকার আহবান জানান। কালীগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কর্মী সভায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল, উপজেলা বিএনপির যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুর, ছাত্রদলের আহবায়ক মোখছেদুল খান বুলবুল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তানভীর সাবু, উপজেলা বি’এনপির অন্যতম সদস্য ফারহান উদ্দিন আহমেদ পাশা, জেলা বিএনপির সহ-সভাপতি আক্কেল আলী মাষ্টার প্রমূখ। এসময় জেলা-উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।