নাটোরের নবাগত পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেছেন, জেলার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশের। এখন থেকে জেগে থাকবো আমরা, ঘুমাবেন আপনারা। সেই দায়িত্ব পালনে আমরা বদ্ধপরিকর। তিনি বলেন, বাংলাদেশ পুলিশের সাংবিধানিক দায়িত্ব রয়েছে। বাংলাদেশ পুলিশ শৃঙ্খলা বাহিনী হিসেবে জনগণের নিরাপত্তা দেওয়া এবং শৃঙ্খলা বিধান করাই পুলিশের কাজ। সেই কাজ বাস্তবায়নে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করে যাব। এ কাজে তিনি সকলের সহযোগিতা কামনা করে বলেন, নাটোরে কোন সন্ত্রাসী থাকবে না। সন্ত্রাস মুক্ত শান্তিপূর্ণ সমাজ উপহার দেওয়া আমাদের লক্ষ্য। তিনি বলেন, পুলিশের ভূমিকা নিয়ে যে প্রশ্ন সৃষ্টি হয়েছে, সে ঘটনার সাথে দেশের সকল পুলিশ জড়িত নয়। যে সকল পুলিশ সদস্য জড়িত রয়েছে, তারা আর আজকে নাই। তারা হারিয়ে গেছে। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে পুলিশের পাশে এগিয়ে আসার এবং সহযোগিতা করার আহবান জানিয়ে বলেন, এই পুলিশ কোন দলের নয়। দলমতের উর্ধ্বে উঠে জনগণের জন্য কাজ করাই আমাদের লক্ষ্য।
বিকেলে পুলিশ সুপারের মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. একরামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমীন নেলীসহ পুলিশের কর্মকর্তারা। আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা, সহ-সভাপতি নাছিম উদ্দিন, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজি রফিক আহমেদ বাবন, ইউনিক প্রেসক্লাবের সভাপতি দেবাশিষ সরকার, নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ইউনাাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম কামাল, সাংবাদিক রনেন রায়, মুক্তার হোসেন, হালিম খান, আল মামুন, শহিদুল ইসলামসহ অন্যরা। এসময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।