1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
নাগালের বাইরে এখনো বিপুল অস্ত্র-গুলি ॥ রাত থেকেই চলছে যৌথ অভিযান - দৈনিক চাঁপাই দর্পণ
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ স্বর্ণশিল্প শ্রমিক ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত শহিদ ও আহত পরিবারের সাথে রাজশাহী বিভাগীয় নেতৃবৃন্দের চাঁপাইনবাবগঞ্জে মতবিনিময় সোনামসজিদ স্থলবন্দরে আমদানী-রপ্তানী বন্ধ ॥ অযৌক্তিক দাবী বলছে পানামা ‘সবুজে সাজাই বাংলাদেশ’ শ্লোগানে প্রকৃতি ও জীবন ক্লাব চাঁপাইনবাবগঞ্জ’র প্রস্তুতি সভা অধ্যক্ষ বুলির বিরুদ্ধে ইভটিজিংসহ বিভিন্ন অভিযোগের তদন্ত অনুষ্ঠিত ॥ হাজির হননি অধ্যক্ষ চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবকদলের দুই কর্মীকে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা যুবদলকর্মীকে অপহরন করে হত্যার অভিযোগে রাজশাহী রেঞ্জের ডিআইজি সহ ১২ জনের নামে মামলা চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ৭৯৩৫ পিচ ইয়াবা উদ্ধার মাঙ্কিপক্সের প্রথম টিকার অনুমোদন দিয়েছে ডব্লিউএইচও স্বৈরাচার সরকারের সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

নাগালের বাইরে এখনো বিপুল অস্ত্র-গুলি ॥ রাত থেকেই চলছে যৌথ অভিযান

বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪ বার পঠিত

নাগালের বাইরে এখনো বিপুল অস্ত্র-গুলি ॥ রাত থেকেই চলছে যৌথ অভিযান

অস্ত্র-গুলি জমা দেয়ার সময় শেষ হলেও এখনও নাগালের বাইরে বিপুল অস্ত্র-গুলি। রাত থেকেই যৌথ চলছে অভিযান। যৌথ অভিযানে সেনা বাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড ও আনসার সদস্যরাও থাকছেন। গণআন্দোলনে সরকার পতনের আগে-পরে লুট হওয়া অস্ত্রের মধ্যে এখনও ২ হাজার ৬৬টি অস্ত্র এবং ৩ লাখ ২০ হাজার ৬৬০টি গুলি উদ্ধার করা যায়নি। এসব অস্ত্র উদ্ধারে মঙ্গলবার রাত থেকেই যৌথ অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, আন্দোলন-বিক্ষোভের সহিংস পরিস্থিতির মধ্যে পুলিশের মোট ৫ হাজার ৮২৯টি অস্ত্র লুট হয়। এর মধ্যে ৩ হাজার ৭৬৩টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে লুট হওয়া ৬ লাখ ৬ হাজার ৭৪২টি গুলির মধ্যে এখনও উদ্ধার হয়নি ৩ লাখ ২০ হাজার ৬৬০টি।
এসব অস্ত্র-গুলি ফেরত দিতে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল সরকার। পাশাপাশি গত সাড়ে ১৫ বছরে লাইসেন্স পাওয়া বেসামরিক ব্যক্তিদের সব ধরনের অস্ত্র জমা দিতেও এদিন পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তারা বলছেন, অস্ত্র জমা পড়ার হালনাগাদ তথ্যের তালিকা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত থেকে অভিযান শুরু হচ্ছে। অভিযানে সেনা বাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড ও আনসার সদস্যরাও থাকবেন। সরকারের নির্দেশনা অনুযায়ী লুণ্ঠিত অস্ত্র ও গত সাড়ে ১৫ বছরে লাইসেন্স পাওয়া সব ধরনের অস্ত্র জমা না দিলে তা ৩ সেপ্টেম্বরের পর অবৈধ হয়ে যাবে। এর বাইরে সন্ত্রাসীদের হাতে অবৈধভাবে থাকা অস্ত্রও রয়েছে। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর বলেন, ২০০৯ সালের পর যারা অস্ত্রের লাইসেন্স পেয়েছেন, তাদের মধ্যে যারা সরকারের নির্ধারিত সময়ের মধ্যে জমা দেননি সেগুলো অবৈধ হয়ে যাবে। এসব (লাইসেন্সধারীদের জমা না পড়া অস্ত্র) অস্ত্রের ব্যাপারে একটি প্রাথমিক তথ্য আছে। যৌথ অভিযানে এগুলো উদ্ধারের পাশাপাশি অন্যান্য অবৈধ অস্ত্রের ব্যাপারে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হবে।
উল্লেখ্য, জুলাই/২৪ শুরু হওয়া গণআন্দোলনের সময়ে, বিশেষ করে ৫ আগস্ট সরকার পতনের পর জনরোষে বেশির ভাগ থানা থেকে পালিয়ে যায় পুলিশ। অরক্ষিত থানা ও ফাঁড়ি থেকে লুট হয় অস্ত্র ও গোলাবারুদ। লুট হওয়া এসব অস্ত্রের বিষয়ে ২৫ অগাস্ট স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে উদ্বেগ প্রকাশ করেন ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুই। এদিনই আওয়ামীলীগ সরকারের সময়ে বেসামরিক ব্যক্তিদের দেওয়া সব অস্ত্রের লাইসেন্স স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে সরকার। তাদের অস্ত্র-গুলি ৩ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দিতে বলা হয়। পুলিশ সদর দপ্তর এক বার্তায় জানিয়েছে, ৩ সেপ্টেম্বর পর্যন্ত অস্ত্র উদ্ধারের তথ্য হালনাগাদ করা হয়েছে। সেই হিসাবে উদ্ধার না হওয়া অস্ত্রের মধ্যে ৮৪৯টি পিস্তল, ৬২২টি ১২ বোর শটগান, ৩৩৮টি চাইনিজ রাইফেল, ৬৬টি সাব মেশিনগান (এসএমজি), ১১টি হালকা মেশিন গানসহ (এলএমজি) টিয়ার গ্যাস লাঞ্চার, টিয়ার গ্যাস গান, সিগন্যাল পিস্তল রয়েছে। বিভিন্ন ধরনের টিয়ার শেল লুট হয় ৩১ হাজার ৪৪টি; এর মধ্যে উদ্ধার হয়নি ৮ হাজার ৯০৫টি। বিভিন্ন ধরনের ১ হাজার ৪৫৫টি টিয়ার গ্যাস গ্রেনেড লুট হয়, যার মধ্যে এখনও ৭৫১টি উদ্ধার হয়নি। লুট হওয়া ৪ হাজার ৬৯২টি সাউন্ড গ্রেনেডের মধ্যে এখনও ২ হাজার ৫৭৬টি উদ্ধার হয়নি। লুট হওয়া ২৯১টি কালার স্মোক গ্রেনেডের মধ্যে ৭৮টি, ৫৫টি মাল্টিপল ব্যাং স্টান গ্রেনেডের মধ্যে ৩৭টি, ৮৯৩টি ফ্ল্যাশ ব্যাং গ্রেনেডের মধ্যে ৩৬০টি, ১৭৭টি হ্যান্ড হেল্ড টিয়ার গ্যাস স্প্রের মধ্যে ৮৩টি এখনও উদ্ধার হয়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!