চাঁপাইনবাবগঞ্জ জেলার সেচ্ছাসেবী বিভিন্ন মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষের বরাদ্দ প্রাপ্ত ২০২৩-২৪ অর্থ বছরের অনুমোদনকৃত ২৩ টি সমিতির মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এই চেকগুলো বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমিতির প্রতিনিধির হাতে চেকগুলো তুলে দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহাবুব-উল-ইসলাম। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোসাঃ উম্মে কুলসুম, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোসাঃ সাহিদা আখতারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন মহিলা সমিতির প্রতিনিধিগণ।
এসময় ৬ লক্ষ ৪৫ হাজার টাকার ২৩ টি চেক তুলে দেয়া হয়। মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের জেলা কার্যালয়ের তথ্যে জানা গেছে, অনুদানপ্রাপ্ত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলো হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের কল্যাণী মহিলা সংসদ, আকুন্দবাড়িয়া নারী উন্নয়ন সংগঠন, অন্তরা মহিলা উন্নয়ন সমিতি, প্রোবিটি মহিলা গ্রাম উন্নয়ন সংস্থা, জাগরণী মহুমুখী মহিলা উন্নয়ন সংস্থা, হরিপুর বাগান পাড়া মহিলা সমিতি,
নকশী কাঁথার মাঠ মহিলা সমিতি, পল্লী সমাজ নারী উন্নয়ন সংগঠন, নতুন সকাল মহিলা সমবায় সমিতি, চামেলী মহিলা কল্যাণ সমিতি, বৈশাখী মহিলা উন্নয়ন সমিতি, দিগন্ত মহিলা সমিতি, বস্তি উন্নয়ন মহিলা সংস্থা, পলশা নারী কল্যান সমিতি, সমতা নারী উন্নয়ন সংস্থা, শিখা মহিলা কল্যাণ সমিতি, রেলবাগান যুব মহিলা সমিতি, মুন্সিপাড়া মহিলা সমবায় সমিতি, মসজিদ পাড়া মহিলা সমিতি, কিশোরী মহিলা উন্নয়ন সমিতি, স্বপ্ন পুরী মহিলা কল্যাণ সমিতি, সিডিসি মহিলা ফেডারেশন সংস্থা, ইমু মহিলা সমিতির অনুকূলে ৬ লক্ষ ৪৫ হাজার টাকার ২৩ টি চেক তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক একে এম গালিভ খাঁন।