চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৮০ জন নারী প্রশিক্ষণার্থীর মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা হল রুমে উপজেলা প্রশাসনের সহায়তায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতাধীন হার পাওয়ার : প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় এই ল্যাপটপ বিতরণ করা হয়।প্রধান অতিথি হিসেবে ল্যাপটপগুলো বিতরণ উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আইটি অফিসার জাহিদুল ইসলাম ও কো- অর্ডিনেটর আসলাম হোসেন। প্রযুক্তি ব্যবহার করে বেকার নারীদের কর্মসংস্থান, ঘরে বসে ফ্রিল্যান্সিংয়ের সুযোগ সৃষ্টিতে এই প্রকল্পটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন আগত অতিথিরা। ৬ মাসব্যাপী প্রশিক্ষণে ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক ডিজাইনিং বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এতে ৮০ জন নারী প্রশিক্ষণ নিচ্ছেন। মোট ১৩০টি ক্লাসের মধ্যে ইতোমধ্যে ৬৫টি সম্পন্ন হয়েছে। এসময় আরো উপস্থিত ছিলেন ওয়েব ডেভেলপমেন্ট এর প্রশিক্ষক ফজেল রাব্বি, ডিজিটাল মার্কেটিং এর প্রশিক্ষক তুহিন রেজা, গ্রাফিক্স ডিজাইনের প্রশিক্ষক নয়ন কুমার সহ অন্যরা।