জয়পুরহাটের কালাইয়ে খাস সম্পত্তি উদ্ধার ও অবৈধ দখলদারদের উচ্ছেদে এলাকাবাসি বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের পাশাপাশি স্মারকলিপি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। বৃহস্পতিবার উপজেলার মাত্রাই ইউনিয়নের উলিপুরসহ কয়েকটি গ্রামের প্রায় দুই শতাধিক যুবক পৌরসভার পাঁচশিরা বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে উপজেলা পরিষদ চত্তরে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে খাস সম্পত্তি উদ্ধার ও অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবি জানিয়ে একটি স্মারকলিপি দেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে র্দীঘদনি ধরে একটি প্রভাবশালী মহল বিভিন্ন খাস সম্পত্তি অবৈধভাবে দখল করে নিজেদের নামে ভুয়া কাগজপত্র তৈরি করে নিয়েছে। এসব দখলকৃত খাস সম্পত্তিগুলো দ্রুত উদ্ধার করে খেলার মাঠ তৈরির দাবি করেন সরকারের কাছে। মানববন্ধনে এলাকার সাবেক ইউপি সদস্য বাদশা, এলাকার রেজুয়ান, আলি রেজা, তারাবানু, আছিয়া, সুমাইয়াসহ অনেকেই বক্তব্য রাখেন। বক্তারা বলেন, অবৈধ দখলদাররা নিজেদেরে নামে ভুয়া কাগজপত্র তৈরি করে খাস জমি দখল করে বসতবাড়ি নির্মাণ রেছে। প্রশাসন সুষ্ঠ তদন্তের মাধ্যমে দখলদার উচ্ছদের পাশাপাশি দেবোত্তর সম্পত্তি উদ্ধারপূর্বক সেখানে খেলার মাঠ তৈরির দাবি জানান সরকারের প্রতি। অভিযুক্ত দখলদার গোলজার, রাজ্জাক এবং আনিছুর জানান, তারা দেশের প্রচলিত আইন মোতাবেক কাগজ পত্র দলিল ঠিক রেখেই প্রায় ৬০ থেকে ৭০ বছর ধরে এই সম্পত্তি ভোগ দখল করছেন। এটা ষড়যন্ত্র মাত্র। কালাই উপজেলা সহকারি (ভূমি) কর্মকর্তা মো. ইফতেখার রহমান জানান, ইতিমধ্যেই তাদের পূর্বের আবেদনের প্রেক্ষিতে তদন্তের জন্য ওই এলাকায় গিয়েছিলাম। বৃহস্পতিবার তারা স্মারকলিপি দিয়েছেন। সুষ্ঠ তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।