চাঁপাইনবাবগঞ্জের নতুন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ যোগদান করেছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিদায়ী জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন এর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। দায়িত্ব হস্তান্তরকালে বিদায়ী জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন নবাগত জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ কে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন বিষয়ে ধারণাও দেন। এসময় জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক ইকতেখারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলামসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় নতুন যোগদানকৃত জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ কে শুভেচ্ছা জানান বিদায়ী জেলা প্রশাসক একে এম গালিভ খাঁন। বিদায়ী জেলা প্রশাসক একে এম গালিভ খাঁন দায়িত্বভার অর্পণ শেষে প্রশাসনের সকল কর্মকর্তাদের নতুন জেলা প্রশাসককে সহযোগিতার জন্য নির্দেশনা প্রদান করেন। দায়িত্বভার গ্রহণ শেষে নবাগত জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। জেলার সকল কার্যক্রম সফল করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক। উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) মোঃ আব্দুস সামাদ চাঁপাইনবাবগঞ্জে যোগদান এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্কার ও গবেষণা অনুবিভাগে কর্মরত ছিলেন। তিনি ২৪ বিসিএস ব্যাচের একজন সদস্য।