পানামা পোর্ট লিংক লিমিটেডের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে রবিবার (১৫ সেপ্টেম্বর) থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য আমদানী-রপ্তানী বন্ধ করে দিয়েছে রপ্তানীকারকরা। সোনামসজিদ স্থলবন্দর আমদানী-রপ্তানীকারক গ্রুপের সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দীন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেড ভারত থেকে আমদানীকৃত পাথরের ট্রাক থেকে অযৌক্তিক হারে টাকা আদায় করছে। এছাড়াও তাদের বিভিন্ন অনিয়মের জন্য আমদানী-রপ্তানীকারকরা লোকসানের শিকার হচ্ছেন। তাই লোকসানের হাত থেকে বাঁচতে এই বন্দর দিয়ে আমদানী-রপ্তানী না করে এই বন্দর দিয়ে তারা ব্যবসা না করার চিন্তা ভাবনা করছেন। এই কারণেই ভারতের ব্যবসায়ীদের চিঠি দিয়ে এই বন্দর দিয়ে পণ্য আমদানী-রপ্তানী না করার কথা জানানো হয়েছে। আর এতে ভারতের ব্যবসায়ীরাও একাত্মতা ঘোষণা করেছেন। ফলে এই বন্দরে আমদানী-রপ্তানী কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
এদিকে, পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল ইসলাম বলেন, আমরা কোন অযৌক্তিক টাকা বা ফি আদায় করিনা। বাংলাদেশ সরকারের দেয়া অন্যান্য বন্দরের মতোই আমরা পাথরের নায্য ফি আদায় করি। তিনি বলেন, এই বন্দরে অন্যান্য বন্দরের চাইতে ফি কম নেয়া হয়। আমাদের কার্যক্রমে কোন অসুবিধা না থাকলেও আমদানী-রপ্তানীকারকরা পণ্য আনা বন্ধ রেখেছে। আমরা সরকারের দেয়া নিয়মের বাইরে যেতে পারবো না। এখানকার আমদানী-রপ্তানীকারকরা অনেক পূর্বের দেয়া ফি দিয়েই ব্যবসা করতে চাই। সে কারনেই তাদের এই সিদ্ধান্ত। সরকারের যে সিদ্ধান্ত দেবেন, সে মোতাবেক আমরা কাজ করবো বলেও জানান তিনি।