চাঁপাইনবাবগঞ্জে স্বর্ণশিল্প শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি পদে মোঃ মুন্না ও সাধারণ সম্পাদক পদে পাতানুর রহমান ফটিক নির্বাচিত হয়েছেন। গত রবিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত স্বর্ণকারপট্টির সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শেষে রাতে প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট শামিমা নাসরিন এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি পদে মোঃ মুন্না উট প্রতীকে ১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অনুপ রায় হাতি প্রতীকে ৭৯ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে চেয়ার প্রতীকের পাতানুর রহমান ফটিক ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মই প্রতীকের সনোজিত হালদার ৯২ ভোট পান। এছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে শ্রী চন্দন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ মশিউর রহমান (সোহাগ), সাংগঠনিক সম্পাদক পদে ওসমান গণি (মাসুদ), অর্থ সম্পাদক পদে মোঃ তারেক আহম্মেদ (রনি), দপ্তর সম্পাদক পদে শ্রী উত্তম কর্মকার, প্রচার সম্পাদক পদে শ্রী শ্যামল কুমার সাহা ও কার্যকরী সদস্য পদে সঞ্জয় কর্মকার (ঠাকুর)। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আবুল কালাম আজাদ টুটুল ও সিতাংশু কর্মকার।