ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজে এক আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মুঃ ইমতিয়াজ মাসরুর। মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর জীবনী উপর আলোকপাত করে বক্তব্য রাখেন, কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মুঃ তরিকুল ইসলাম বকুল। সঞ্চালনায় ছিলেন অত্র কলেজের আইসিটি বিভাগের প্রভাষক মুঃ আবু রায়হান। পবিত্র কুরআন পাঠ দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।