চাঁপাইনববাগঞ্জ সদর উপজেলার ডালিমবাড়ীয়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ১০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। র্যাবের এক প্রেসনোটে জানানো হয়, ১৬ সেপ্টেম্বর রাত পৌনে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ডালিমবাড়ীয়া এলাকার আম বাগানের ভিতর অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় এক কেজি ১০ গ্রাম হেরোইন উদ্ধার করে। র্যাব আরও জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকের একটি বড় চালান চাঁপাইনবাবগঞ্জ শহরের দিকে প্রবেশের সংবাদ পাওয়ার পর র্যাবের আভিযানিক দল উক্ত এলাকায় মাদকের সম্ভাব্য রুট সমূহের উপর নজরদারী বৃদ্ধি করতে থাকে। এসময় মাদক কারবারীরা মাদক বহনের সময় র্যাবের উপস্থিতি টের পেলে তাদের হেফাজতে থাকা মাদক ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় উদ্ধারকৃত আলামত সমূহ চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।